উপদেশ

নামাজ পড়, অন্যকে পড়তে বলো । রোজা রেখো, অন্যকে রাখতে বলো। কোরআন তেলাওয়াত করো, অন্যকে করতে বলো । দিনে রাতে ১০ বার কালেমা পড়, অন্যকে পড়তে বলো । দিনে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করো । নিজে ভালো হও, অন্যকে ভালো হতে সাহায্য করো । বাবা মা কে সম্মান করো । অন্যকে করতে বলো । নিশ্চয়ই আল্লাহ তোমার মঙ্গল করবেন … আমিন । তোমার বন্ধু যখন কোনো বিপদে পড়বে তখন সে তোমাকে না ডাকলেও তার পাশে যেয়ে তাকে তুমি সাহায্য কর, কিন্তু একটা কথা মনে রেখো তোমার বন্ধু যখন হাসি-খুশিতে থাকবে তখন সে না ডাকলে তার কাছে যেও না, আর এটাই হলো বন্ধুত্ব। ১।পৃথিবীতে যা কিছু করবা কর, কিন্তু নামাজ বাদ দিও না, কারন নামাজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে । নামাজ পড় , অন্যকে পড়তে বলো । কোরআন তেলাওয়াত করো , অন্যকে করতে বলো । দিনে রাতে ১০ বার কালেমা পড়, অন্যকে পড়তে বলো । দিনে ২০ বার মৃত্যুর কথা স্মরণ কর, ২। প্রশ্ন যতই হোক, উত্তর তুমি রাস্তা যেটাই হোক, লক্ষ্য তুমি কষ্ট যতই হোক সুখ তুমি তোমার সাথে যতই রাগ করিনা কেন, তবুও আমার প্রিয় ভালোবাসা তুমি । ৩। যদি ভালো পেন্সিল হতে না পারো, কারো সুখের গল্প লিখার জন্য। তাহলে ভালো রাবার হও, যেনো অন্য কারো দু:খ মছে দিতে পারো।
Theme images by latex. Powered by Blogger.

Recent Posts